দ্য ওয়াল ব্যুরো: যেখানে থাকার কথা ছিল নিরাপদে, সেখানেই দীর্ঘদিন ধরে চলেছে চরম অমানবিক অত্যাচার। মহারাষ্ট্রের লাতুর জেলার ঘটনা। ‘সেবালয়’ নামে এক হোমে এইচআইভি-আক্রান্ত কিশোরীর উপর টানা দু’বছর ধরে যৌন নির্যাতনের অভিযোগ। গর্ভবতী হয়ে পড়ার পরে তাঁর অনুমতি ছাড়াই করানো হয়েছে গর্ভপাত। ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি।
১৬ বছরের ওই কিশোরী পুলিশের কাছে জানিয়েছে, ২০২৩ সালের ১৩ জুলাই থেকে ২০২৪ সালের ২৩ জুলাইয়ের মধ্যে অন্তত চার বার এক কর্মী তাকে নির্যাতন করে। অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা জানান, সে চার মাসের অন্তঃসত্ত্বা।
#REL