দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেই ভাইরাল হয়েছিল এক ভিডিও। ছড়িয়ে পড়িয়েছিল হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক মেসেঞ্জারে। আট মিনিট ১ সেকেন্ডের ওই ভিডিও ঘিরে শুরু হয়েছিল তুমুল আলোড়ন। ভিডিওতে দেখা গিয়েছিল এমন এক পুরুষকে যাকে দেখতে হুবহু অভিনেতা সাহেব ভট্টাচার্যের মতো। দেখা গিয়েছিল আপত্তিকর অবস্থায়।
সমাজমাধ্যমে ট্রোল থেকে শুরু করে সাহেবকে ঘিরে নিন্দে-- সে এক ধুন্ধুমার কাণ্ড। এতদিন চুপ ছিলেন সাহেব। দ্য ওয়ালের তরফে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও সে সময় তিনি ছিলেন অধরা। অবশেষে মুখ খুললেন সাহেব। একই সঙ্গে দাবি করলেন যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, তা এআই দ্বারা নির্মিত।