দ্য ওয়াল ব্যুরো: যুব সমাজের হাতেকলমে কাজ শেখার সুযোগ তুলে দিতে কেন্দ্র সরকার আনতে চলেছে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম ২০২৫ (PM Internship Scheme 2025)। কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের উদ্যোগে এই প্রকল্পে নির্বাচিত তরুণ-তরুণীরা দেশের শীর্ষস্থানীয় সংস্থাগুলিতে এক বছরের ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন, সঙ্গে প্রতি মাসে ৫০০০ টাকা ভাতা পাবেন।
কবে শুরু হচ্ছে আবেদন? কতদিন সুযোগ থাকবে (PM internship scheme 2025 last date)
সরকারি ঘোষণা এখনও হয়নি। তবে জানা গিয়েছে, আগস্ট ২০২৫-এর শুরুতেই দ্বিতীয় দফার আবেদনপর্ব চালু হতে পারে।