দ্য ওয়াল ব্যুরো: মায়ের মৃত্যুদণ্ডের (Death Row) আদেশ যেন কার্যকর না হয়! এই আবেদন নিয়েই ইয়েমেনে পৌঁছেছে ১৩ বছরের মিশেল। বন্দি ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার (Nimisha Priya) মেয়ে সে।
এক দশকেরও বেশি সময় ধরে মাকে চোখে দেখেনি মিশেল। তার মধ্যেই খবর এসেছে মায়ের মৃত্যুদণ্ডের। তাই নিজের মাকে ফিরিয়ে আনতে নিজেই কার্যত উদ্যোগ নিল ছোট্ট মেয়েটি। করল সবচেয়ে করুণ আকুতি — 'আই লাভ মাই মাম্মি, দয়া করে আমার মাকে ফিরিয়ে দিন।'