দ্য ওয়াল ব্যুরো: ২০১৭ সালের ইয়েমেনে খুনের মামলায় দোষী সাব্যস্ত কেরলের নার্স নিমিশা প্রিয়ার (Nimisha Priya) মৃত্যুদণ্ড (death sentence) বাতিল করেছে ইয়েমেন (Yemen) সরকার— এমনটাই জানিয়েছে ভারতের গ্র্যান্ড মুফতি কান্থাপুরম এপি আবুবকর মুসলিয়ারের দফতর।
এই ঘোষণা আসে কয়েক মাসব্যাপী কূটনৈতিক আলোচনার পর, যখন ইয়েমেনের রাজধানী সানায় এক উচ্চপর্যায়ের বৈঠকে মৃত্যুদণ্ড স্থগিতের সিদ্ধান্তকে বদলে পুরোপুরি বাতিল করার রায় নেওয়া হয়।