দ্য ওয়াল ব্যুরো: আকাশে গ্রহের চলনে আবারও আসছে এক বিরল ও শুভ মুহূর্ত। সেপ্টেম্বর ২০২৫-এ সৃষ্ট হতে চলেছে ‘ভদ্র মহাপুরুষ রাজযোগ (Bhadra Mahapurush Rajyog)’। এই বিশেষ জ্যোতিষীয় সংমিশ্রণ ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্রে পঞ্চ মহাপুরুষ যোগের অন্তর্গত এবং বুধ গ্রহের শুভ অবস্থানে গঠিত হয়। জ্যোতিষীরা (Jyotishi) বলছেন, এই সময়টি বিশেষত তিনটি রাশির জন্য স্বর্ণসম সুযোগের দুয়ার খুলে দিতে পারে—কন্যা, মিথুন ও ধনু। জীবনে আসতে পারে নতুন অধ্যায়, যেখানে থাকবে সাফল্য, সম্মান, ও স্থিতি।
কী এই ‘ভদ্র মহাপুরুষ রাজযোগ’? (Bhadra Mahapurush Rajyog)