দ্য ওয়াল ব্যুরো: ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চলছে (India-USA Trade Deal)। এরইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (USA President Donald Trump) স্পষ্টভাবে জানিয়েছেন, ভারতের উপর ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ হতে পারে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি। এদিকে ১ অগাস্টের মধ্যে চুক্তি সই করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত, তবে সেদিকেও এখনও কিছুই চূড়ান্ত হয়নি।
ভারতের উপর নতুন করে শুল্ক আরোপ করার সম্ভাবনা রয়েছে কিনা? মঙ্গলবার সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, 'হ্যাঁ, হতে পারে। আমার তাই মনে হয়।'
#REL