দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি সংখ্যাতত্ত্বের (Numerology) চর্চায় নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তিনটি সংখ্যা — ১১, ২২ এবং ৩৩। এগুলোকে ‘মাস্টার সংখ্যা’ (Master Numbers) বলা হয়। শুধুই সংখ্যাই নয়, বিশ্বাস করা হয় এই তিনটি সংখ্যা ব্যক্তির জীবনে গভীর আধ্যাত্মিক প্রভাব, লুকিয়ে থাকা প্রতিভা এবং জীবনের উদ্দেশ্য দুটোই প্রকাশ করতে পারে। দেশে এখনই এই মাস্টার সংখ্যা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল বাড়ছে। এ থেকে কিভাবে ব্যক্তির ভাগ্য, কর্মজীবন বা আধ্যাত্মিক উন্নতি হতে পারে- সেই বিষয়গুলো নিয়েও নানা নতুন ধারণা সামনে এসেছে।
মাস্টার সংখ্যা কী?