দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি ভারতসহ বিশ্বের নানা প্রান্তে বহু মানুষ লক্ষ্য করছেন এক অদ্ভুত মিল—ঘড়ি, মোবাইল বা গাড়ির নম্বর প্লেটে বারবার দেখা দিচ্ছে একই সংখ্যার পুনরাবৃত্তি, যেমন ১১:১১, ২২২, বা ৪৪৪। প্রথমে এগুলো কাকতালীয় মনে হলেও, অনেকেই বিশ্বাস করেন এই সংখ্যাগুলির মধ্যে লুকিয়ে আছে দেবদূত বা মহাজাগতিক শক্তির বার্তা।
#REL