দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিক সময়ে বহু মানুষের জীবনে একটি অদ্ভুত বিষয় নজরে এসেছে—বারবার একই সংখ্যা চোখে পড়া। এটি কি নিছক কাকতালীয় ঘটনা, নাকি মহাজাগতিক কোনো গোপন বার্তা? জ্যোতিষশাস্ত্র (Astrology) ও সংখ্যাতত্ত্বের (Numerology) এই প্রাচীন বিশ্বাস আজ নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশ্বের অসংখ্য মানুষ দাবি করছেন, এই রহস্যময় সংখ্যার ক্রমগুলি তাদের জীবনে দিচ্ছে দিকনির্দেশ, সতর্কতা, এমনকি অনুপ্রেরণাও।
অ্যাঞ্জেল সংখ্যা কী?