দ্য ওয়াল ব্যুরো: সংখ্যা (Numbers) আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সাম্প্রতিক সময়ে একটি বিশেষ প্রবণতা মানুষের কৌতূহল বাড়িয়েছে - বারবার একই সংখ্যা দেখা। কেউ ঘড়ির কাঁটায় দেখছেন ১১:১১, কেউ রসিদ বা গাড়ির নম্বরে খুঁজে পাচ্ছেন ৭৭৭। এগুলিকে বলা হয় অ্যাঞ্জেল সংখ্যা (Angel Numbers)। অনেকের কাছে এগুলি কেবলই কাকতালীয় হলেও, আধ্যাত্মিক অনুশীলনকারীরা মনে করেন এগুলি মহাবিশ্বের সূক্ষ্ম বার্তা।
সংখ্যাতত্ত্বের সঙ্গে যোগ