দ্য ওয়াল ব্যুরো: সংখ্যাতত্ত্বের ভাষায় ১১, ২২ ও ৩৩ কেবল তিনটি অঙ্ক নয়, অনেকের বিশ্বাসে এগুলোই জীবনের গভীর চালিকা শক্তি। কেন কেউ জন্ম থেকেই আলাদা ক্ষমতা নিয়ে আসে, আবার কেউ বা অদ্ভুত চ্যালেঞ্জে পড়ে, তার ব্যাখ্যা খোঁজে যে শাস্ত্র, সেটিই সংখ্যাবিজ্ঞান বা নিউমেরোলজি (Numerology)। আধুনিক অনুশীলনে এই তিন মাস্টার সংখ্যা-র মানে নতুন করে বোঝানো হচ্ছে, নিজেকে চিনে নেওয়া, লুকানো সামর্থ্য জাগিয়ে তোলা এবং জীবনের উদ্দেশ্য ধরতে সাহায্য করার জন্য।
নিউমেরোলজিতে মাস্টার সংখ্যার গুরুত্ব