দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের কামব্যাক অ্যাকশন ফিল্ম ‘রইস’-এর সাফল্যের কথা এখনও বলিউড মনে রেখেছে। বিশ্বজুড়ে ২৮০ কোটির বেশি রোজগার করেছিল ছবিটি। কিন্তু পর্দার পেছনে চলছিল এক অন্য লড়াই, পরিচালক রাহুল ঢোলাকিয়ার লড়াই নিজের শরীর, মানসিক চাপ আর ব্যক্তিগত সংকটের সঙ্গে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাহুল জানান, ‘রইস’ শুটিংয়ের সময় তাঁর মা আইসিইউ-তে ভর্তি ছিলেন। একদিকে চলছিল ছবির শুট, অন্যদিকে রাতভর মায়ের পাশে কাটিয়ে সকাল হলেই পৌঁছে যেতেন সেটে। শাহরুখ তখন সেটে প্রস্তুত, পিছিয়ে আসার কোনও উপায় ছিল না তাঁর কাছে।
#REL