দ্য ওয়াল ব্যুরো: পিরিয়ডের সময় তীব্র পেটেব্যথা প্রতি মাসের সঙ্গী, এদিকে সঙ্গমের সময়ে প্রতিবার অসহ্য যন্ত্রণা। মা হতে চেয়ে সেখানেও ব্যর্থতা। পরপর সমস্যায় জর্জরিত হয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন বছর ৩৮-এর এক মহিলা। তারপর ডাক্তারের কাছে গিয়ে চেকআপের পর জানা গেল সমস্যা শুধু পিরিয়ডের গরমিলে আটকে নেই, রয়েছে অনেক গভীরে।
সম্প্রতি প্রয়াগরাজের জীবন জ্যোতি হাসপাতালে ল্যাপারোস্কোপিক সার্জন ও অনকোলজিস্ট অর্পিত বানসাল এক বিরল ও জটিল কেস শেয়ার করেছেন।