দ্য ওয়াল ব্যুরো: পিরিয়ডের সময় পেটে তীব্র ব্যথা হয় না এমন মেয়ে আজকাল খুব কমই দেখা যায়। কিন্তু সেই ব্যথা যদি এতটাই বেশি হয় যে দৈনন্দিন কাজ থমকে যায়, তাহলে সেটা কোনও বড় সমস্যা যেমন পিসিওএস (PCOS) বা এন্ডোমেট্রিওসিস (Endometriosis) এর লক্ষণ হতে পারে।
দুটো সমস্যার মধ্যেই যেটা মিল, সেটা হল ব্যথার তীব্রতা। কিন্তু এই ব্যথা একরকম নয় - ব্যথার ধরন, সময়, তীব্রতা এইসব দিয়েই বোঝা সম্ভব, সেটা ঠিক কী কারণে হচ্ছে।
#REL
PCOS আর Endometriosis: পার্থক্যটা ঠিক কোথায়?