দ্য ওয়াল ব্যুরো: বন্যা পরিস্থিতি (Flood Situation) এবং ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ (North Bengal)। বিভিন্ন জেলা ক্ষতিগ্রস্ত এবং একে একে একাধিক মৃত্যুর খবরও আসছে। যদিও সোমবার নতুন করে বৃষ্টি হয়নি। তবে ফের বড় ক্ষতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ইতিমধ্যে দুর্যোগের ধাক্কা সামলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে দার্জিলিং (Dargeeling) সহ বাকি জেলা। আর আটকে থাকা পর্যটকদের (Tourist) মধ্যেও নতুন করে দেখা দিয়েছে বাড়ি ফেরার আশা। তবে আবার বৃষ্টি না হলে বা ধস না নামলেও তাদের বাড়ি ফেরা সহজ হবে না। কারণ বহু রাস্তা এখনও বন্ধ।