দ্য ওয়াল ব্যুরো: দার্জিলিঙের (Dargeeling) কাকঝোরা এলাকায় বন দফতরের (Forest Dept) একটি সরকারি আবাসনে বুধবার রাতে আচমকা আগুন (Fire Incident) লাগে। কাঠের তৈরি সেই ভবন মুহূর্তে জ্বলে ওঠে এবং কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা।
দমকল সূত্রে জানা গেছে, খবর পেয়ে দার্জিলিং ফায়ার স্টেশনের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। তবে প্রবল হাওয়ার দাপটে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।
#REL