দ্য ওয়াল ব্যুরো: লিস্টন কোলাসো (Liston Colaso) জাদুতে যুবভারতী হল সবুজ-মেরুন। গোল করলেন দু'টি আর অ্যাসিস্ট একটি। আর তাতেই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ভাগ্য।
মিনি ডার্বিতে ম্যাচ জিতেই এবারের ডুরান্ডে যাত্রা শুরু করল মোহনবাগান (Mohunbagan)। আর পরপর দুই ম্যাচ হেরে মহামেডান নিল (Mohammedan) বিদায় । দশ জনের মোহনবাগান ৩-১ গোলে জিতে এদিন হাসিমুখে মাঠ ছাড়ল।
দুই দলই এদিন বিদেশি ছাড়াই মাঠে নামে। মহামেডান তাদের ডুরান্ডের প্রথম ম্যাচ হেরে এদিন নেমেছিল।
#REL