দ্য ওয়াল ব্যুরো: মহামেডানকে হারিয়ে এবারের ডুরান্ড কাপ (Durand Cup) অভিযান শুরু করেছিল মোহনবাগান। সেই ম্যাচে নিজে ২ গোল করে ও একটি গোল করিয়ে নায়ক হয়ে উঠেছিলেন লিস্টন কোলাসো (Liston Colaso)। সেই ফর্ম বজায় রেখে এদিনও বিএসএফের বিরুদ্ধে দুই গোল করলেন বাগানের এই তারকা। মোহনবাগান বিএসএফকে (Mohunbagan vs BSF) হারাল ৪-০ গোলে।
মহামেডানের বিরুদ্ধে বাগান কোচের দায়িত্বে ছিলেন বাস্তব রায়। এদিকে মোলিনা চলে এসেছেন কলকাতায়। এদিন প্রধান কোচের ভূমিকায় তাঁকেই দেখা গেল। পাশাপাশি মনবীর সিং চোট সরিয়ে এদিন প্রথম থেকেই খেললেন। প্রথম একাদশে ছিলেন বিদেশি টম অলড্রেডও।