দ্য ওয়াল ব্যুরো: অমিতাভ বচ্চনের সুপারস্টার হয়ে ওঠার গল্প অনেকেই জানেন। ‘জঞ্জির’ ছবির পর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। একটা সময় পর্যন্ত একমাত্র বিনোদ খান্নাকেই পর্দায় ‘বিগ বি’র পাল্লায় টেক্কা দেওয়ার মতো অভিনেতা মনে করা হত। কিন্তু সেই সময়ই হঠাৎ বলিউড ছেড়ে আধ্যাত্মিকতার পথে পাড়ি দেন বিনোদ।
আর ঠিক তখনই হিন্দি সিনেমার আকাশে উল্কাপাতের মতো উঠে এলেন এক নাম—মিঠুন চক্রবর্তী। ‘ডিস্কো ড্যান্সার’-এর পর তাঁর জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে, ৮০-র দশকে বহু সিনেমা হলে পোস্টার সাঁটানো হত, “মিঠুন মানেই হাউসফুল।”
#REL