দ্য ওয়াল ব্যুরো: বর্ষার শুরুতেই রাজ্যে যেন থমকে গিয়েছে স্বাভাবিক জনজীবন। বৃষ্টি থামছে না। একের পর এক নিম্নচাপ, ঘূর্ণাবর্ত আর মৌসুমি অক্ষরেখার দাপটে কার্যত দুর্যোগের মধ্যেই দিন কাটছে বাংলার বিস্তীর্ণ অঞ্চলে। দক্ষিণ থেকে উত্তর— কোথাও জলমগ্ন শহরাঞ্চল, কোথাও পাহাড়ি নদীতে ফুলে ফেঁপে ওঠা জলধারা।
আলিপুর আবহাওয়া দফতর স্পেশাল বুলেটিনে প্রকাশ করেছে, দক্ষিণবঙ্গে আরও দু’দিন দুর্যোগ চলবে। উত্তরবঙ্গে তা গড়াবে আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত। ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কতা। কিছু জেলায় আবার উঠেছে কমলা সতর্কতা, বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলোতে।