দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে ফের তৈরি হতে পারে নতুন ঘূর্ণাবর্ত। এই মুহূর্তে উত্তর-পূর্ব অসম ও দক্ষিণ বাংলাদেশের ওপর রয়েছে দু'টি ঘূর্ণাবর্ত। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাসের মতে, দক্ষিণ বাংলাদেশে থাকা ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে রাজ্যে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে।
উত্তরবঙ্গে ধ্বংসলীলা চালানোর পর খানিকটা শান্ত হয়েছে প্রকৃতি। আপাতত ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। আংশিক মেঘলা আকাশ থাকবে, বৃষ্টির সম্ভাবনা কমবে।
#REL