দ্য ওয়াল ব্যুরো: ঘোষিত হল ৭১ তম জাতীয় পুরস্কার প্রাপক দের নাম। সেরা অভিনেতার তকমা ছিনিয়ে নিয়েছেন শাহরুখ খান। একই সঙ্গে 'টুয়েলভথ ফেল' ছবির জন্য সেরা অভিনেতা হয়েছে বিক্রান্ত মাসে। সেরা অভিনেত্রী হয়েছেন রানি মুখোপাধ্যায়।
বাংলা থেকে কার ভাগ্যে শিকে ছিঁড়ল? জানা যাচ্ছে, সেরা বাংলা ছবির শিরোপা এবার 'ডিপ ফ্রিজে'র কাঁধে। ছবিটির পরিচালক অর্জুন দত্ত। অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী সহ অন্যান্য। এখনও বাংলায় এই ছবি যদিও মুক্তি পায়নি।
#REL