দ্য ওয়াল ব্যুরো: সামশেরগঞ্জ কাণ্ডে তদন্তে গাফিলতি বরদাস্ত নয়, এবার কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, পরবর্তী শুনানির মধ্যে সিট (SIT)-কে তদন্ত সম্পূর্ণ করতে হবে।
মূল অভিযুক্তদের এখনও গ্রেফতার না করায় অসন্তোষ প্রকাশ করে আদালত জানিয়েছে, আইন মেনে কড়া ব্যবস্থা নিতে হবে। তদন্তের বিষয়ে রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্টও তলব করেছে আদালত।
#REL
এদিন মামলার শুনানিতে বিচারপতি সেনের মন্তব্য, “এপ্রিল থেকে জুলাই, চার মাস কেটে গিয়েছে। এবার তদন্ত শেষ করুক সিট। পরবর্তী শুনানির আগেই রিপোর্ট চাওয়া হচ্ছে।”