রফিকুল জামাদার
তিন বছর তিন মাস ১৯ দিন পর মঙ্গলবার জেল হেফাজত থেকে বাড়ি ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। চার দশকেরও বেশি সময় ধরে রাজনীতি করেছেন। তার মধ্যে প্রায় ৩ বছর উপোস করে থাকা। তাই হয়তো রাজনীতির খিদে তো রয়েছেই। সেই সঙ্গে প্রাসঙ্গিকতা ফিরে পাওয়ার তাড়নাও। তাই দেরি না করে বুধবারই পার্থ জানিয়ে দিলেন, তাঁর আগুন নেভেনি, ফের বিধানসভায় যাবেন।