দ্য ওয়াল ব্যুরো: ক্যানসার চিকিৎসায় এক যুগান্তকারী দিশা দেখাল আইআইএসইআর কলকাতা (IISER Kolkata)। ওই প্রতিষ্ঠানের একদল গবেষক তৈরি করেছেন এমন এক প্রজাতির ব্যাকটেরিয়া, যা রোগীর দেহের ভিতর থেকেই নিরাপদে ও কার্যকরভাবে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। সংস্থার এক বিবৃতিতে জানানো হয়েছে, একই সঙ্গে তাঁরা এমন একটি 'ডিটেকশন সিস্টেম'ও তৈরি করছেন, যা চিকিৎসার অগ্রগতি রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করতে পারবে।
আইআইএসইআর কলকাতা জানিয়েছে, এই দু'টি উদ্ভাবন একসঙ্গে ক্যানসার চিকিৎসায় থেরানোস্টিকস (theranostics)— অর্থাৎ চিকিৎসা ও নির্ণয়ে, একসঙ্গে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি এনে দিয়েছে।