দ্য ওয়াল ব্যুরো: খেজুরি মামলায় (Khejuri Case) ময়নাতদন্তের রিপোর্টের (Postmortem Report) অমিল নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের পর্যবেক্ষণ, প্রথম মামলায় দুই ময়নাতদন্তের ফল মিললেও দ্বিতীয় মামলায় মতভেদ স্পষ্ট।
সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি মন্তব্য করেন, চিকিৎসকদের মতামতের এত পার্থক্যে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। এতে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় বিভ্রান্তি তৈরি হচ্ছে।