দ্য ওয়াল ব্যুরো: খেজুরির বিজেপি কর্মীর (Khejuri Case) মৃত্যু নিয়ে ফের কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। ডিভিশন বেঞ্চের প্রশ্নের মুখে সিআইডি-সহ রাজ্য পুলিশের তদন্তকারীরা।
এদিন মামলার শুনানিতে তদন্তকারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি দেবাংশু বসাকের মন্তব্য, "এসএসকেএম হাসপাতালের ময়নাতদন্তে স্পষ্ট শারীরিক আঘাতের চিহ্ন মিলেছে। অথচ, পুলিশের বয়ানে সেই আঘাতের কোনও উল্লেখই নেই! এমন তদন্তে কি জনমানসে আস্থা তৈরি হবে?”
#REL