দ্য ওয়াল ব্যুরো: পূর্ব বর্ধমানের (Purba Burdwan) জামালপুরে বড়সড় আর্থিক জালিয়াতির (Fraudulent Activities) মামলায় গ্রেফতার (Arrest) হলেন বর্ধমান পোস্ট অফিসের বর্তমান সিনিয়র পোস্ট মাস্টার (Senior Post Master) বিদ্যুৎ শূর (৪৫)। সিআইডির (CID) অ্যান্টি-চিটিং ও ফ্রড শাখা সোমবার তাঁকে পূর্ব বর্ধমানের মধ্যধীহি থানার অন্তর্গত বুলচন্দ্রপুর গ্রাম থেকে আটক করে।
তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ, জামালপুর সাব-পোস্ট অফিসে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কর্মরত থাকার সময় প্রায় ১২ লক্ষ ২০ হাজার টাকা আত্মসাৎ করেছিলেন তিনি।
অভিযোগের সূত্রপাত