দ্য ওয়াল ব্যুরো: বহু প্রত্যাশিত বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হবে আজ, সোমবার, ৬ অক্টোবর বিকেল ৪টের সময়। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এক সাংবাদিক সম্মেলনে বিহার ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এর আগেই জানিয়েছিলেন, ২৪৩ সদস্য বিশিষ্ট বিহার বিধানসভা ভোট ২২ নভেম্বরের মধ্যে শেষ করা হবে।