দ্য ওয়াল ব্যুরো: অর্ধশতাব্দী পর আকাশে এক বিরল মহাজাগতিক ঘটনা দেখা গেল। তিন গ্রহের মিলনে তৈরি হল ত্রিগ্রহী রাজযোগ। জ্যোতিষশাস্ত্র বলছে, এই শুভ সংযোগ বহু রাশির জীবনে বিরাট পরিবর্তন আনবে। কেটে যাবে দীর্ঘদিনের সমস্যা ও দুঃশ্চিন্তা, বাড়বে আর্থিক স্থিতি ও আত্মবিশ্বাস। ইতিমধ্যেই এই বিরল যোগকে ঘিরে জ্যোতিষমহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ত্রিগ্রহী রাজযোগ কী?