দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সাল আপনার জীবনে কী নিয়ে আসছে? সংখ্যাতত্ত্ব বলছে, আপনার ব্যক্তিগত বছরের সংখ্যা জানালে বোঝা যাবে আগামী বছর ভাগ্যে নতুন মোড়, সুযোগ বা চ্যালেঞ্জ কোথায় আসছে। বছরের পর বছর ধরে জ্যোতিষশাস্ত্র (Astrology) এবং সংখ্যাতত্ত্বে (Numerology) বিশ্বাসীরা ব্যক্তিগত বছর সংখ্যাকে জীবনের ভবিষ্যতের আয়নার মতো দেখেছেন। নতুন বছর শুরু হওয়ার আগে এই সংখ্যা জানা খুবই জরুরি, কারণ এটি কর্মজীবন, সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর দিশা দিতে পারে।