দ্য ওয়াল ব্যুরো: কেউ বলেন চাঁদ ‘প্রেমের প্রতীক’, কেউ বা বলেন ‘আবেগের আধার’। তবে জ্যোতিষশাস্ত্রের চোখে চাঁদ বা চন্দ্র শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং মানুষের মন ও মানসিক স্থিতির অন্যতম নিয়ন্ত্রক। চন্দ্রের অবস্থান কখনও এনে দেয় তীব্র আবেগ, আবার কখনও প্রশান্তির ছোঁয়া। জ্যোতিষবিদদের মতে, রাশিচক্রে এমন তিনটি রাশি রয়েছে যাদের জীবনে চন্দ্রের প্রভাব সবচেয়ে বেশি ইতিবাচক। সেই প্রভাবই তাদের জন্য ডেকে আনে অর্থ, সাফল্য এবং মানসিক শান্তি। চলুন দেখে নেওয়া যাক কোন কোন রাশির ভাগ্য চন্দ্রের আলোয় উজ্জ্বল হয়।
কর্কট রাশি: