দ্য ওয়াল ব্যুরো: একে একে আট জন পুরুষকে বিয়ে করে তাঁদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করেছেন। খুঁজছিলেন নয় নম্বর বার কাকে বিয়ে করা যায়। ঠিক তার আগেই পুলিশের হাতে ধরা পড়লেন মহারাষ্ট্রের নাগপুরে এক মহিলা। নাম সামিরা ফাতিমা ওরফে লুটেরা দুলহান।
পুলিশ জানিয়েছে, ধৃত সামিরা একের পর এক পুরুষকে ফাঁদে ফেলে তাঁদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতেন। পরে বিভিন্ন অজুহাতে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা আদায় করতেন। এই প্রতারণায় তাঁর সঙ্গে আরও একটি গ্যাং কাজ করত।
#REL