দ্য ওয়াল ব্যুরো: আমদানি পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক (25% tariff) চাপানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এই পরিস্থিতিতে ভারত-আমেরিকার সম্পর্ক নিয়ে মুখ খুলল বিদেশ মন্ত্রক। জানাল, নানা রূপান্তর ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও দুই দেশের কৌশলগত সম্পর্ক রয়ে গিয়েছে অটুট।
শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, "ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। এটি গড়ে উঠেছে অভিন্ন স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের সঙ্গে জনগণের দৃঢ় সংযোগের উপর ভিত্তি করে।"
#REL