দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী গওহর খানের ওজন কমানো নিয়ে আলোচনা এখন ভাইরাল। ২০২৩ সালের মে মাসে মা হওয়ার পর মাত্র ১০ দিনের মধ্যেই ১০ কেজি ওজন ঝরিয়েছিলেন তিনি। ছেলের জন্মের পর কিছুদিন বিরতি নিয়ে আবার ফিরে এসেছিলেন ক্যামেরার সামনে, ‘ঝলক দিখলা জা ১১’-এর সেটে। সম্প্রতি ‘দ্য দেবিনা ব্যানার্জী শো’-তে নিজের ওজন কমানোর অভিজ্ঞতা এবং ডায়েটের কথা জানালেন গওহর।
#REL