দ্য ওয়াল ব্যুরো: বারাণসীতে আনুষ্ঠানিকভাবে চালু হল দেশের প্রথম হাইড্রোজেনচালিত ওয়াটার ট্যাক্সি (hydrogen-powered water taxi)। নৌ-পরিবহণে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের পথে এটি বড় পদক্ষেপ বলে মনে করছে কেন্দ্র। মঙ্গলবার নমো ঘাট (Namo Ghat) থেকে পরিষেবার উদ্বোধন করেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল (Sarbananda Sonowal)।
আপাতত এই ট্যাক্সি নমো ঘাট ও রবিদাস ঘাটের (Ravidas Ghat) মধ্যে পরিষেবা দেবে। পরে অশি ঘাট (Asi Ghat) ও মর্কণ্ডেয় ধাম (Markandeya Dham) পর্যন্ত রুট বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
#REL