দ্য ওয়াল ব্যুরো: শনিবার গভীর রাতে আত্মহত্যা করলেন আইআইটি বম্বের চতুর্থ বর্ষের এক ছাত্র। ছাদ থেকে ঝাঁপ দেন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম রোহিত সিনহা। বয়স ২৬। মেটা সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন তিনি। বাড়ি দিল্লিতে। শনিবার রাত আড়াইটে নাগাদ আইআইটি বম্বের হস্টেলের ছাদ থেকে ঝাঁপ দেন তিনি। সঙ্গে সঙ্গেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
#REL