দ্য ওয়াল ব্যুরো: অবশেষে এল জাতীয় স্বীকৃতি। ৩৩ বছরের অভিনয়জীবনে বহুবার তাঁর প্রাপ্য বলে মনে করা হয়েছে, কিন্তু হাতে আসেনি সেই পুরস্কার। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পেলেন শাহরুখ খান। সঙ্গে ভাগ করে নিলেন বিক্রান্ত মাসে, যিনি ‘টুয়েলভ ফেল’-এর জন্য এই পুরস্কার জিতেছেন।
এই খবর সামনে আসতেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে একটি পুরনো ভিডিও, যেখানে স্বয়ং শাহরুখ খান বলছেন—“Hum Tum-এর জন্য ওর অভিনেতা জাতীয় পুরস্কার পেয়েছিল, যখন আমার পাওয়া উচিত ছিল। কিন্তু সেটাও একটা গল্প!” পাশে থাকা পরিচালক কুনাল কোহলি হেসে উঠেছিলেন এই কথায়।