দ্য ওয়াল ব্যুরো: দশ বছর আগে এক তরুণ ফুটবলার এলেন উত্তর লন্ডনে। ইংরেজি বলতে সড়গড় নন। কিন্তু বলপায়ে ক্ষিপ্র। খেলেন লেফট উইংয়ে। দরকার পড়লে স্ট্রাইকার পজিশনেও কাজ চালাতে জানেন।
এক দশক পর, সেদিনের অনভিজ্ঞ, এখন তারকা ফুটবলার সন হিউং-মিন ঘোষণা করলেন—টটেনহ্যামকে বিদায় জানাচ্ছেন তিনি। সামনের মরশুম খেলবেন অন্য দেশে, অন্য লিগে৷