দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা নিয়ে ফের কড়া বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজ্যজুড়ে সংগঠনকে মজবুত করতে এবং আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলীয় শৃঙ্খলার বার্তা দিতে মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন অভিষেক।
সেখানেই রাজ্যজুড়ে দলের নেতা-কর্মীদের উদ্দেশে সাফ জানিয়ে দিলেন, “আমি তুমি” রাজনীতি বরদাস্ত করা হবে না। সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। অভিষেক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিচ্ছেন, তা আমিও পালন করব, আপনিও করবেন। এখানে আলাদা করে কেউ বড় বা ছোট নয়। এটাই তৃণমূলের শৃঙ্খলা।”