দ্য ওয়াল ব্যুরো: একদিকে বাঘ, অন্যদিকে ময়ূর, একের পর এক বন্যপ্রাণীর রহস্যমৃত্যুতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কর্নাটকে। রাজ্যের হনুমান্থপুরা গ্রামে এবার মৃত অবস্থায় উদ্ধার হল ২০টি ময়ূর। খেতের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল পাখিগুলির দেহ। ৩টি পুরুষ ময়ূর এবং ১৭টি ময়ূরী। এখনও স্পষ্ট নয় মৃত্যুর কারণ।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের আধিকারিকরা। পুরো এলাকা ঘুরে দেখেন। বন দফতরের তরফে জানানো হয়েছে, মৃত ময়ূরগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবে। পরীক্ষার রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাবে না।
#REL