দ্য ওয়াল ব্যুরো: আজ ওভালের (Oval) ময়দানে জেগে উঠতে পারে এক টুকরো ফয়জলাবাদ (Faisalabad)। সেলিম মালিকের (Saleem Malik) ফিরিয়ে আনতে পারেন ক্রিস ওকস (Chris Woaks)। ছিয়াশি সালে পাকিস্তানের স্মরণীয় জয় মেলে ধরতে পারে ইংল্যান্ড।
যদিও ইংরেজ শিবির মনেপ্রাণে চাইছে, এমনটা যেন না হয়। মাত্র ৩৫ রানের টার্গেট। বৃষ্টি না হলে পুরো ৯০ ওভার খেলা হওয়ার কথা। ফলে সময়টা ফ্যাক্টর নয়। হাতে চার উইকেট থাকলেও লক্ষ্যটা যেহেতু পাহাড়প্রমাণ নয় এবং পঞ্চম দিনে ওভালের পিচও আরও বেশি নির্বিষ, নিষ্প্রাণ হয়ে উঠবে, তাই বিনা দ্বিধায় বলা যেতেই পারে: অ্যাডভান্টেজ ইংল্যান্ড!