দ্য ওয়াল ব্যুরো: জ্যোতিষশাস্ত্রের (Astrology) মতে, অগস্ট মাসে শনি ও চন্দ্রের বিরল সংযোগ তৈরি হতে চলেছে, যা ‘বিষ যোগ’ নামে পরিচিত। এই অশুভ গ্রহসংযোগে তিনটি নির্দিষ্ট রাশির জাতক-জাতিকাদের জীবনে মানসিক অস্থিরতা, আর্থিক চাপ ও সম্পর্কের টানাপড়েন দেখা দিতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
শনি-চন্দ্রের বিষ যোগ কী?
শনি: ন্যায় ও কর্মফলের দেবতা, প্রতীক শৃঙ্খলা, কঠোরতা ও বিলম্ব।
চন্দ্র: মনের ও আবেগের কারক, মানসিক স্থিতি ও শান্তির প্রতীক।