দ্য ওয়াল ব্যুরো: August 2025 মাসে গ্রহ-নক্ষত্রের (Planetary Transits) অবস্থান জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ১২টি রাশির উপরেই গভীর প্রভাব ফেলতে চলেছে। সূর্য (Sun), বুধ (Mercury), শুক্র (Venus), মঙ্গল (Mars), বৃহস্পতি (Jupiter) এবং শনি (Saturn) এই মাসে একাধিক রাশি পরিবর্তন করবে। এর ফলে রাশিচক্রে ঘটতে চলেছে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন। কর্মজীবন, সম্পর্ক, অর্থ, স্বাস্থ্য সবেতেই পড়বে এর প্রভাব।
গ্রহের অবস্থান ও তাৎপর্য