দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB) ঘোষণা করল ২০২৫ সালের ভর্তির কাউন্সেলিংয়ের সময়সূচি (WBJEE 2025 Counseling starts on 27th August)। রূপন্না ভবন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ অগস্ট থেকে শুরু হবে প্রথম দফার ভর্তি প্রক্রিয়া ( First Phase Seat Allotment on 3rd September)।
বোর্ড জানিয়েছে, ২৭ অগস্ট ওয়েবসাইটে আপলোড করা হবে সিট ম্যাট্রিক্স। এরপর ২৮ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা রেজিস্ট্রেশন, ফি জমা এবং পছন্দের কলেজ ও কোর্স বেছে নেওয়ার সুযোগ পাবেন। ১ সেপ্টেম্বর তাদের চয়েস লক করতে হবে।
#REL