দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের সরকারি ও সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে স্নাতক স্তরের কেন্দ্রীয় ভর্তির মেয়াদ বাড়ানো হল। আপাতত এই প্রক্রিয়া চলবে আজ, ৫ অগস্ট রাত ১২টা পর্যন্ত। অর্থাৎ যাঁরা এখনও জাতিগত তথ্য (SC/ST/OBC) আপলোড বা সংশোধন করেননি, তাঁদের হাতে আর মাত্র কয়েক ঘণ্টা সময় আছে।
গত ২৮ জুলাই সুপ্রিম কোর্ট রাজ্যের নতুন OBC তালিকা নিয়ে কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করে। এরপরই উচ্চশিক্ষা দফতর জানায়, কেন্দ্রীয় পোর্টালে জাতিগত বিভাগ সংশোধনের সুযোগ পাবেন পড়ুয়ারা। সেই সুযোগ দেওয়া হয় ২৯ জুলাই থেকে ৫ অগস্ট রাত ১১টা ৫৯ পর্যন্ত।
#REL