দ্য ওয়াল ব্যুরো: ৫ অগস্ট ২০২৪-এর পড়ন্ত দুপুর। ঠিক এমন সময় গোটা বিশ্ব জানতে পরেছিল, গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন। আশ্রয় নিচ্ছেন ভারতে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের এক দফা এক দাবি কর্মসূচির জেরে অবরুদ্ধ ঢাকায় শেষ পর্যন্ত কিছু একটা ঘটতে যাচ্ছে এমন সম্ভাবনা আঁচ করেছিলেন অনেকেই। ৫ অগস্ট বেলা বারোটার আগেই মুখে মুখে খবর ছড়িয়ে পড়েছিল, টানা ১৬ বছরের দোর্দণ্ডপ্রতাপ প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত পদত্যাগ করছেন।