দ্য ওয়াল ব্যুরো: সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি হল এমন এক প্রাচীন জ্ঞানভিত্তিক বিশ্বাস, যেখানে ধরা হয়—প্রতিটি সংখ্যার ভেতরে রয়েছে এক বিশেষ শক্তি, যা মানুষের জীবন, চিন্তা, আবেগ এবং ভবিষ্যতের পথচলায় প্রভাব ফেলে। গ্রিক দার্শনিক পিথাগোরাস একবার বলেছিলেন, 'সংখ্যাই মহাবিশ্বের ভাষা'। সেই ধারণাই আজও বহমান।