দ্য ওয়াল ব্যুরো: খাবারের মান (Food quality) ও রেস্তরাঁগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা (Restaurant safety) নিয়ে যদি আপনার কোনও অভিযোগ থাকে, তবে তা জানানোর পদ্ধতি এখন আরও সহজ ও প্রযুক্তিনির্ভর দিকে এগিয়ে নিয়ে এল FSSAI।
ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) সম্প্রতি এক নতুন ব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে খাবারে গুণমান নিয়ে প্রশ্ন থাকলে বা অপরিচ্ছন্নতা দেখলে শুধু কিউআর কোড (QR code) স্ক্যান করেই আপনি সরাসরি অভিযোগ জানাতে পারবেন।
#REL