দ্য ওয়াল ব্যুরো: বঙ্গ ফুটবলের (Bengal Football) উন্নতিকল্পে সম্প্রতিকালে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ (IFA)। যার ফলশ্রুতিতেই এবার সন্তোষ ট্রফি জিতেছে বাংলা। উঠে এসেছেন রবি হাঁসদা, ইসরাফিল দেওয়ানের মতো একঝাঁক বাঙালি ফুটবলার।